Lyrics

এসো মুক্ত করো মুক্ত করো, অন্ধকারের এই দ্বার, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, রস রূপ মন্ত্র দ্রষ্টা, ছিন্ন করো, ছিন্ন করো, বন্ধনের এ অন্ধকার। দিকে দিকে ভেঙ্গেছে যে শৃংখল, দুর্গত দলিতেরা পায় বল এ শুভলগনে তাই তোমার স্মরণ করি রূপকার, এসো মুক্ত কর হে এই দ্বার উঠেছে যে জীবনের লক্ষ্মী মৃত্যুসাগর মন্থনে নূতন পৃথিবী চায় শিল্পী'র বরাভয় নব সৃষ্টির শুভক্ষণে এস সমিতির সাম্যের ঐক্যে এস জনতার মুখরিত সখ্যে এস দুঃখ তিমির ভেদী দুর্গম ধ্বংসে মৃত্যুর ভয় করি চূর্ণ এস প্রাণের আধার কর পূর্ণ
Writer(s): Joytirindra Moitra Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out