Lyrics

ও সূর্যমুখী তোমার মতো আরো সব ফুলেরা কথা বলছে দেখো, কানাকানি করছে পারিজাত, গোলাপ, জুঁই, সন্ধ্যামণি, অপরাজিতা ফুলেরা কী জানতে পারছে, আমি তাদের দেখছি লুকিয়ে লুকিয়ে আর সব কথা শুনতে পাচ্ছি? পারিজাত বললো ডালিয়ার কানে কানে গোলাপ এসেছে কি, জুঁই সে খবর জানে টগরের সাদা পাখা, রঙ্গন আঁকাবাঁকা গন্ধরাজের সুবাস যামিনীর এই গানে গানে পারিজাত বললো ডালিয়ার কানে কানে গোলাপ এসেছে কি, জুঁই সে খবর জানে নীল অপরাজিতা মানবে না হার অশোক রেণু গায়ে পাতাবাহার ঘাসফুলও হেসে ওঠে জয়ের আশার রঙে হাসনুহানার বাঁশির তানে পারিজাত বললো ডালিয়ার কানে কানে গোলাপ এসেছে কি, জুঁই সে খবর জানে স্বর্ণচাঁপার প্রীতি শিউলির পদতলে রক্তজবার পূজা সন্ধ্যাবনের কোলে খোঁপাতে দোপাটি রানী, পদ্মে রাধোবাণী সুধা দেয় বেণী অঘ্রাণী পারিজাত বললো ডালিয়ার কানে কানে চন্দ্রমল্লিকা চাঁদমুখে চেয়ে থাকে রজনীগন্ধা শেষ যামে ভরে রাখে শেষ রাতে বকুল যে পথ তার ছেড়ে দিয়ে সূর্যমুখী ভোর আনে শেষ রাতে বকুল যে পথ তার ছেড়ে দিয়ে সূর্যমুখী ভোর আনে পারিজাত বললো ডালিয়ার কানে কানে গোলাপ এসেছে কি, জুঁই সে খবর জানে টগরের সাদা পাখা, রঙ্গন আঁকাবাঁকা গন্ধরাজের সুবাস যামিনীর এই গানে গানে পারিজাত বললো
Writer(s): Swagatalakshmi Dasgupta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out