Lyrics

আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝর্ণাধারার... জগৎ ঝর্ণাধারার মতো আকাশ হতে আকাশ-পথে... আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত আকাশ হতে আকাশ-পথে... দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে সেই গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে... প্রাণে ঢেউ লেগেছে কত আমার হৃদয়তটে চূর্ণ সে গান... আমার হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত ওই আকাশ-ডোবা ধারার দোলায় দুলি অবিরত আকাশ হতে আকাশ-পথে... এই নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরাণে নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে চিরদিনের কান্নাহাসি উঠছে ভেসে রাশি রাশি এ-সব দেখতেছে কোন্ নিদ্রাহারা নয়ন অবনত ওগো, সেই নয়নে নয়ন আমার হোক-না নিমেষহত ওই আকাশ-ভরা দেখার সাথে... ওই আকাশ-ভরা দেখার সাথে দেখবো অবিরত আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝর্ণাধারার... জগৎ ঝর্ণাধারার মতো আকাশ হতে আকাশ-পথে...
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out